স্টাফ রিপোর্টার, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বহুল আলোচিত হলমার্ক জালিয়াতির পর এবার আইসিএল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খাতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর ১২টায় দুদকের উপ-পরিচালক ও মিডিয়া মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অভিযুক্ত আইসিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রতি মাসে এক লাখ টাকার বিপরিতে আড়াই হাজার টাকার লোভাংশ দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত করেছে। তারা ওই টাকা মালয়েশিয়ায় পাচার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানের নামে অনেক ভুয়া প্রকল্প দেখিয়ে প্রকল্পের এমডি জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিকুর রহমানসহ অন্যান্য পরিচালকরা এই অর্থ মালয়েশিয়ায় প্রচার করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে এমডির নিকট আত্মীয় রফিকুল আলম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর (অব.) শহিদুল্লাহ। এছাড়াও নয়জন পরিচালক প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত রয়েছেন।’