Home | ফটো সংবাদ | সালমানের সিনেমার প্রথম লুক টুইট করলেন শাহরুখ

সালমানের সিনেমার প্রথম লুক টুইট করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : সালমান খানের বজরঙ্গী ভাইজান সিনেমার প্রথম ট্রেলার বুধবার আত্মপ্রকাশ করতে চলছে। তার আগেই মঙ্গলবার সিনেমার প্রথম লুক টুইট করলেন বলিউডের বাদশা শাহরুখ খান। না কোনো আজগবি খবর নয়। সালমানের সিনেমার প্রথম লুক টুইট করলেন শাহরুখ খান। টুইটে সালমানের জন্যে শাহরুখ লিখেছেন, আমি মনে করি একজন হিরো হওয়ার থেকেও একজন ভাই হওয়া অনেক বড় ব্যাপার। আগামী ঈদে ‘ভাইজান’ রিলিজ করছি। প্রথম লুক কেমন লাগছে আপনাদের?

২০০৮, ক্যাটরিনার কাইফের জন্মদিনে শাহরুখ-সালমানের মধ্যে ঝগড়া হয়েছিল, এই খবর ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। বড় বড় করে লেখালেখিও হয় বিভিন্ন ম্যাগাজিনে, পত্রিকায়। এরপর এমনও শোনা যায়, শাহরুখ-সালমান নাকি একে অপরকে এড়িয়ে চলছেন। অবশ্য এই দূরত্বের মধ্যেই খানেদের ‘মিল’ হওয়ার ছবিও দেখা যায়। ঈদে শাহরুখ-সালমানকে একসঙ্গে ঈদ উৎসব পালন করতে দেখা যায়। এরপর সালমানের বোন অর্পিতার বিয়েতে একফ্রেমে দেখা যায় শাহরুখ-অর্পিতা-সালমানকে। সম্পর্ক যে মাখো মাখো হয়েছে, ঘুচেছে দূরত্ব তাই প্রমাণ করল শাহরুখের টুইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাকিস্তানের সেনা চৌকি ধ্বংসের দাবি ভারতের

ইন্টারন্যাশনাল ডেস্ক :  পাকিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও বাংকার গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ...

সীমান্তে ২৫ পাক সেনা হত্যার দাবি ভারতের, পাকিস্তানের অস্বীকার

ইন্টারন্যাশনাল ডেস্ক :  সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর অস্থায়ী সেনা ছাউনিতে  বিধ্বংসী আক্রমণ চালাল ভারতীয় ...