প্রযুক্তি ডেস্ক : সারদেশে বিভিন্ন স্থানে এক লাখ ‘ওয়াইফাই হটস্পট’করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট ফেজ-৩ প্রকল্পের আওতায় এই ওয়াইফাই হটস্পট তৈরি করা হবে।শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ‘ইনফো সরকার-৩: কী চাই’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।ওই প্রকল্পের আওতায় এছাড়াও সাড়ে তিন হাজার উপজেলায় অপটিক্যাল ফাইবার, ২৫ হাজার আইপি ফোন এবং সাড়ে চার হাজার বায়োমেট্রিক ডাটা সেন্টার স্থাপন করা হবে। কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “দেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৩০ হাজার। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বাস স্টপ, লঞ্চঘাট আছে। এছাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আছে। এসব জায়গায় ওয়াইফাই হটস্পট করা হবে।”“এছাড়া সরকারি যেসব অফিসে ইন্টারনেট সংযোগ আছে, সেখানে যদি রাউটার বসানো হয় তবে ওই অফিসে আসা লোকজনকে নেটওয়ার্কের আওতায় আনা যাবে।”
এটা সরকারের খুবই ভালো একটা উদ্যোগ। অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য খুবই ভালো হবে।