স্টাফ রিপোর্টার : মিরপুর সেনানিবাসে অবস্থিত সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে এ পর্যন্ত এক হাজার ৬৭ জন সেনা, নৌ ও বিমানবাহিনীর ছাত্র অফিসার প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিন হাজার ৭৩৯ জন তিন বাহিনীর দেশীয় ছাত্র অফিসার প্রশিক্ষণ নিয়েছেন।
সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম এসব তথ্য উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান এবং মাহমুদ উস সামাদ চৌধুরী অংশ নেন।
বৈঠকে আরও জানানো হয়, বিশ্বের ৪০টি দেশ থেকে তিন বাহিনীর কর্মকর্তারা ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য এসেছেন। বর্তমানে ২২টি দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর ৬৯ জন কর্মকর্তা ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু সমস্যাও অনেক প্রতিষ্ঠানটিতে। ৭টি সমস্যায় ভুগছে প্রতিষ্ঠানটি।
এগুলো হলো প্রশিক্ষণ জনবলের স্বল্পতা, ছাত্র অফিসারদের বাসস্থানের স্বল্পতা, বিদ্যমান আবাসিক ভবন সংস্কার না করা, অফিসার, জেসিও ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বাসস্থান সমস্যা, বিদেশি অফিসারদের জন্য মানসম্মত আবাসিক ভবন ও মেসের স্বল্পতা, নিরাপত্তা বেষ্টনির প্রয়োজনীয়তা এবং যানবাহনের স্বল্পতা।
বৈঠকে জানানো হয়, কলেজটির বেশিরভাগ ভবন ১৯৮০ সাল থেকে ১৯৯০ সালের ভেতর নির্মাণ করা হয়েছিল। তাই সংস্কার করা অপরিহার্য হয়ে পড়েছে। পরে কমিটি এসব সমস্যা দূর করার সুপারিশ করে। বৈঠকে সিএমএইচ-এর চিকিৎসাসেবার পরিসীমা বৃদ্ধি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সব বাহিনীর বেসামরিক চতুর্থ শ্রেণির কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের চিকিৎসা সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার সুপারিশ করে।
বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।