আমিনুল ইসলাম,সাভার থেকে : সাভারে পৃথক দুটি স্থান থেকে দুই যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টায় সাভারের বিরুলিয়া ও পুর্ব জামশিং থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহতদের মধ্যে নার্গিস আক্তার (২২) নামে এক তৈরী পোশাক শ্রমিকের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় জানা যায়নি। নার্গিস আক্তার পুর্ব জামশিং মডেল টাউন এলাকার হাসান খানের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার ডেবনিয়ার গার্মেন্টসে কাজ করতেন। থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সকালে সাভার পৌর এলাকার পুর্ব জামশিং মডেল টাউন এলাকার হাসান খানের ভাড়া বাড়ীর একটি কক্ষে পোশাক শ্রমিক নার্গিসের গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে বিষয়টি থানায় ফোন করে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত যুবতীর লাশ দেখতে পেয়ে বিষয়টি থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দুই যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।