ব্রেকিং নিউজ
Home | বিনোদন | হলিউড | সাবেক বয়ফ্রেন্ডের বাবার সঙ্গে ডেমি মুরের প্রেম!

সাবেক বয়ফ্রেন্ডের বাবার সঙ্গে ডেমি মুরের প্রেম!

demi mooreবিনোদন ডেস্ক : বয়ফ্রেন্ডকে বাদ দিয়ে তার বাবার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন হলিউড সুপারস্টার ডেমি মুর। এখন রীতিমতো চলছে নিয়মিত ডেটিং।

 

ডেমি মুর গত মে মাসে ৩১ বছর বয়স্ক হ্যারি মর্টনের সঙ্গে ছয় মাসের সম্পর্কের যবনিকা টানেন। এর মাত্র পাঁচ মাস পরই তার বাবা ৬৬ বছর বয়স্ক বিলিয়নিয়ার পিটার মর্টনের সঙ্গে ডেটিং শুরু করেন। এর আগে ডেমি মুর ২০১১ সালের নভেম্বরে অ্যাশটন কুচারের সঙ্গে ছয় বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটান।

 

ডেমি-পিটার জুটি সপ্তাহে তিনবার পর্যন্ত দেখা করছেন বলে জানা গেছে। ডেমি পিটারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে, তার ‘টয় বয়’ মোহ কেটে গেছে। যদিও তিনি ধারণা করেননি ৬৬ বছর বয়স্ক কেউ তার সঙ্গী হবেন, কিন্তু তিনি সত্যিই পিটারকে পছন্দ করেন।

 

লিন্ডসে লোহানের সাবেক বয়ফ্রেন্ড রেস্তোরাঁ ব্যবসায়ী হ্যারি তার বাবা ও ডেমিকে শুভ কামনা জানিয়েছেন। তারা সুখী থাকলেই হ্যারি খুশি হবেন বলে জানিয়েছেন।

 

ডেমির সাবেক স্বামী ব্রুস উইলিসের ঔরসজাত তিন মেয়ে রুমার (২৫), স্কাউট (২২) এবং তালুলাহ (১৯) তার মাকে নিয়ে সুখী বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এবার পর্দায় আসতে চলেছে ‘র‌্যাম্বো ফাইভ’

বিনোদন ডেস্ক:  হলিউডের বিখ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ভিয়েতনাম ...

১৪ বছর বয়সেই কাস্টিং কাউচের পাল্লায় পড়তে হয় সারার

বিনোদন ডেস্ক:  বিখ্যাত মডেল সারা জিফ সর্বসমক্ষে নারী মডেলদের যৌন হেনস্তার কথা ...