বিনোদন ডেস্ক : স্নানঘরে আপনমনে নিজেকে ভেজাচ্ছিলেন সানি। শরীরের সমস্ত সত্তায় যেন অনুভব করছেন পানির শীতল পরশ। কিন্তু চারদেয়ালে ঘেরা বাথরুমের মাঝেও হঠাৎ কাঁটা দিয়ে উঠল তার ভেজা শরীরে।
সানি অনুভব করলেন, কেউ যেন তাঁকে দেখছে। খুব কাছেই যেন তার উপস্থিতি। তবে যে দেখছে, সে আর যাই হোক মানুষ নয়। তাহলে কে সে?
কে সে তা অবশ্য এখনই জানা যাচ্ছে না। জানতে হলে অপেক্ষা করতে হবে ১৭ জানুয়ারি ২০১৪ সাল পর্যন্ত। কারণ সেদিনই মুক্তি পাবে সানি লিওন অভিনীত থ্রিলার সাসপেন্স মুভি ‘রাগীনি এমএমএস ২’।
ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। এক দম্পতির ২০১১ সালের জঘন্য অবকাশ যাপনের কাহিনী নিয়েই তৈরি হয়েছে মুভিটি।
এলটি এন্টারটেইনমেন্টের ব্যানারে শোভা কাপুর এবং একতা কাপুরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ভূষণ পাটেল।
মুক্তির পরই দেখা যাবে সানির স্নানঘরের আগন্তুক কে? আর কতটুকুই বা সে দেখেছে? ততদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে। তবে সানি যে বেশ খোলামেলা অভিনয় করেছেন ছবিতে তা ইউটিউবের ট্রেলার দেখেই বোঝা যায়।