ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসকের বদলে সুইপারের পুশ করা ইনজেকশনে উপজেলার খোর্দ্দপাটানোছা গ্রামের রফিক মিয়ার স্ত্রী রহিমা বেগম (২৭) নামে এক গর্ভবতীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।এদিকে, রোগীর মৃত্যুর খবর শুনে ওই স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক ও নার্সকে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ স্বজনরা। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রহিমা বেগম বুধবার বেলা পৌনে ১২টার দিকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি হন। ৫টার দিকে তাকে ওই স্বাস্থ্যকেন্দ্রের সুইপার নন্দ কুমার একটি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরই রহিমার মৃত্যু হয়।এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোমিনুল ইসলাম ও নার্স আনোয়ারা বেগমকে লাঞ্ছিত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মৃত রহিমার বাবা আছির উদ্দিনের অভিযোগ সুইপারকে দিয়ে ভুল ইনজেকশন দেওয়ায় তার মেয়ের মৃত্যু হয়েছে।আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোমিনুল ইসলাম জানান, রোগীকে ওরাডিক্সন ইনজেকশন দেওয়া হয়েছে। এ কারণে তার মৃত্যু হওয়ার কথা নয়।তবে কি কারণে সুইপারকে দিয়ে ইনজেকশন দেওয়া হলো এ বিষয়টি তদন্ত করে দেখা হবে।কোনো চিকিৎসককে দিয়ে কেন ওই রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হলোনা এ প্রশ্নের জবাবে তিনি জানান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নাসরা বিষয়টি কর্তব্যরত ডাক্তারকে না জানানোয় এ রকম হয়েছে।