ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সড়কের উত্তম বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় তারা মিয়া (৫০) নামে এক পথচারির মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তারা মিয়া উপজেলার পদুমশহর এলাকার মফিজ মিয়ার ছেলে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, দুপুরের দিকে রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তারা মিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে গুরুতর আহত তারা মিয়াকে সাঘাটা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। –