স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে রোনালদো নেই। তাতে কোন প্রভাব পড়েনি রিয়াল মাদ্রিদের খেলায়। লা লগায় নিজেদের প্রথম ম্যাচে দোপার্তিভো লা করুনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে জিনেদিন জিদানের দল। বেল-ইস্কো-টনি ক্রুজরা মাঠজুড়ে দেখিয়েছেন গতি আর ছন্দের প্রদর্শনি।
রোববার রাতে দোপার্তিভোর মাঠে খেলা শুরুর আগে বার্সেলোনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্প্যানিশ সুপার কাপের দুই লেগেই প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জালে দুই গোল দিয়ে আলোচনায় আসা মার্কো আসেনসিওকে এদিন নামাননি জিদান। এদিন রিয়ালের হয়ে গোল পান গ্যারেথ বেল, কাসামিরো আর টনি ক্রস।
খেলার ২০ মিনিটের সময় গোলকিপারের ভুলে সুযোগ পায় রিয়াল। লুকা মদ্রিচের শট সোজা হাতে গেলেও তা রাখতে পারেননি তিনি। ফাঁকা পোস্ট পেয়ে বল জালে পাঠান বেল। মিনিট সাতেক পর হয়ে যায় আরেক গোল। এবার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে ইস্কোর আর মার্সেলো বল জোগান দেন কাসামিরোকে। বল জালে পাঠাতে কোন ভুল হয়নি তার।
বিরতির পর ব্যবধান ৩-০ তে নিয়ে যান টনি ক্রুজ । ৬২ মিনিটের সময় বেলের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার।