স্টাফ রিপোর্টার: : সরকার রাজি না হওয়ায় চলমান সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সংলাপের উদ্যোগ সফল হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা শুরু থেকেই উদ্ভূত সংকট সমাধানে সংলাপের কথা বলে আসছি। আমরা এ ব্যাপারে আন্তরিকও। কিন্তু সরকারের সাড়া না পাওয়ায় সব উদ্যোগ ব্যর্থ হয়ে গেছে। সর্বশেষ জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্যোগও ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের কারণে।’
‘দুই দলকে জাতিসংঘে আহ্বান করা হয়নি’-মর্মে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন সে প্র্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত এ মহাসচিব বলেন, ‘আব্দুল মোমেন সাহেবের এ বক্তব্য দুঃখজনক। জাতিসংঘের অধিবেশনে দুই দলের প্রতিনিধিকে আহ্বান করা হয়নি-এটি ঠিক। কিন্তু অধিবেশন চলাকালে সংকট সমাধানে আলোচনার জন্য দুই দলের প্রতিনিধিকে সেখানে ডাকা হয়েছে, যাতে আওয়ামী লীগ সাড়া দেয়নি।’
তিনি বলেন, ‘আমরা আশা করব, একটি গুরুত্বপূর্ণ পদে থেকে আব্দুল মোমেন এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকবেন।’
নির্বাচন কমিশন সম্পর্কে ফখরুল ইসলাম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন অথর্ব। এই কমিশন বিএনএফকে নিবন্ধন দিয়ে বিএনপিকে ভাঙার কাজ করছে। ফলে এদের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’