ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | সরকার ঘোলা পানিতে মাছ শিকার করছে

সরকার ঘোলা পানিতে মাছ শিকার করছে

স্টাফ রিপোর্টার, ঢাকা, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

এটাকে সরকারের নতুন ভেলকি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সরকার একদলীয় সরকারের অধীনে নির্বাচন, দুর্নীতি, দুঃশাসন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের গণদাবি আড়াল করতে এমনটা করছে।’

তিনি বলেন, ‘সারা দেশে পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশে নির্বিচারে নৃশংসভাবে গুলি করে মানুষ হত্যা করছে। তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল। এর  প্রতিবাদে আমরা কালো পতাকা ও ব্যাজ ধারণ করেছি। শুধু ঢাকা নয় সারাদেশে অনুরূপ প্রতিবাদ করে বিক্ষোভ মিছিল করা হচ্ছে।‘

তিনি বলেন, ‘আমরা সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, অথচ পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। আমাদের একটাই দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি।’

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...