
শুক্রবার রাজধানীর বিদ্যুৎ ভবনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, যে পদ্ধতিতে নির্বাচন হয়, সেখানে পরিবর্তন করা কঠিন।নির্বাচনে অর্থ ও পেশিশক্তির এখনোও প্রয়োজন হয়। নির্বাচন পদ্ধতি পরিবর্তন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, ‘সারা দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দলগুলোর ভোটের অনুপাতে পার্থক্য রয়েছে। এটাকে ভিত্তি করেই সবদলের সমন্বয়ে একটি সরকার গঠন করতে হবে।’
নির্বাচনে নিজ দলের অংশগ্রহণের কথা উল্লেখ করতে গিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘সব দল নির্বাচনে অংশ নিলে আমিও অংশ নিবো। আমি দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়।’
প্রাদেশিক সরকার ব্যবস্থার পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করতে গিয়ে এরশাদ বলেন, প্রাদেশিক সরকার হলে দেশে সুষম উন্নয়ন হবে। দেশে হানাহানি ও অস্ত্রের ব্যবহার থাকবে না।
আইন পরিবর্তন করে কাদের মোল্লার ফাঁসির রায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশেই প্রথম রায় ঘোষণার পর আইন পরিবর্তন করার নজির স্থাপন করেছে।আমি কোন দলের পক্ষে কথা বলছি না। শুধু আইন পরিবর্তনের সমালোচনা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি রফিক আহমেদ মুফদি, সহ সভাপতি লিটন হায়দার, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ এবং ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ।