স্টাফ রিপোর্টার : সরকারি দলের মনোভাব দেখেই বিএনপি সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘এক এগারো এর প্রেক্ষাপট : আজকের বাংলাদেশ’-শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
মওদুদ আহমদ বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) সংসদে যাবো না। সরকারের মনোভাব পর্যবেক্ষণ করব। তবে আগামীতে আমরা সংসদে যাবো কিনা তা সরকারের আচরণের উপর-ই নির্ভর করছে।’
তিনি বলেন, ‘নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে। তবে তা অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হবে। এ অধিবেশন শেষ অধিবেশন নয়। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সরকারের মেয়াদ আছে। তাই এর মধ্যে যেকোনো সময় সংসদ আবারো বসতে পারে।’
নির্দলীয় সরকারের রূপরেখা সম্পর্কে সাবেক এ আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানে ত্রয়োদশ সংশোধনীতে নির্বাচনের রূপরেখা দেয়া আছে। তবে প্রধান উপদেষ্টাসহ রূপরেখাকে কিভাবে আরো উন্নত করা যায়- সে ব্যাপারে আলোচনা করা যেতে পারে। আর সরকারকেই সে আলোচনার উদ্যোগ নিতে হবে। কারণ, আমরা কোনো প্রস্তাব দেব না।’
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।