Home | বিনোদন | ঢালিউড | সমালোচনায় শাকিব খানের পাশে ‘সারেং বউ’ খ্যাত অভিনেতা ফারুক

সমালোচনায় শাকিব খানের পাশে ‘সারেং বউ’ খ্যাত অভিনেতা ফারুক

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগে প্রকাশ হয়েছে শাকিব খানের আগামী ছবি ‘বীর’-এর ফার্স্টলুক। সেই পোস্টার সামনে আসতেই শুরু হয় তুমুল সমালোচনা। অভিযোগ ওঠে, শাকিবের ‘বীর’ ছবির পোস্টার কন্নড় ছবি ‘কেজিএফ’-এর হুবহু নকল। সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন মন্তব্যও করেন, পোস্টার যেহেতু নকল তাহলে ছবির কাহিনিও মনে হয় নকল।

এই সমালোচনায় নায়ক শাকিব খানের পাশে দাঁড়িয়েছেন ‘সারেং বউ’ খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর পাঠান ফারুক। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘পোস্টার, গল্প বা কারো অভিনয়কে আমি নকল বলতে রাজি নই। যদি প্রতিটি জায়গা, গল্প, অভিনয় হুবহু মিলে যায়, তাহলে সেটাকে নকল বলতে পারি। যদি একটু চেঞ্জ হয়, সেটা নকল নয়।’

ফারুকের মতে, ‘মানুষ যে কারো থেকে অনুপ্রাণিত হতে পারে। এক সময় আমি মার্লন ব্রান্ডোর পোস্টারের দিকে তাকিয়ে পোজ দিতাম। আমার প্রথম প্রোডাকশনের ছবি ‘দূর হ্যায় সুখ কা গাঁও’-এ একটি স্থিরচিত্র দিয়েছিলাম। এটাতো নকল নয়। জাস্ট থিঙ্কিংটা নিয়েছিলাম। ‘বীর’ ছবির পোস্টার যিনি বানিয়েছেন, তিনিও হয়তো কোনো থিঙ্কিং দেখে অনুপ্রাণিত হয়েছেন।’

এসব কথা বলার পাশাপাশি শাকিব খানের ‘বীর’ ছবিটি সিনেমা হলে গিয়ে দেখারও অনুরোধ জানান ‘মিয়া ভাই’ খ্যাত ফারুক। ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতার সেই বক্তব্যটি পরে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ‘বীর’ শাকিব খান।

কিং খান লিখেন, ‘একজন জীবন্ত কিংবদন্তি, যিনি নিজেই একখন্ড বাংলাদেশ। এত বড় মাপের একজন তারকার এই উৎসাহ, এই অনুপ্রেরণা আমাকে আরও উজ্জীবিত করে তুলল। আমি আরও সাহস পেলাম, আরও উদ্যম পেলাম। শ্রদ্ধা ও ভালোবাসা বাংলাদেশি চলচ্চিত্রের ‘মিয়াভাই, আমার খুব প্রিয়জন।’

‘বীর’ ছবির প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ। এটির পরিচালক কাজী হায়াত। ছবির গল্প দেশপ্রেমের। নতুন বছরের শুরুতে ছবিটি মুক্তি পাবে। ছবির প্রযোজক শাকিব খান। এটি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তাকে উৎসর্গ করা হচ্ছে বলে তিনি জানান। ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। ২০২০ সালের সেরা আকর্ষণ হতে চলেছে ‘বীর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা বিসিবির

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সবধরনের ক্রিকেট ইভেন্ট স্থগিত করা ...

বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

স্টাফ রির্পোটার :বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যারা একই পরিবারের ...