চঞ্চল বাবু,কালাই(জয়পুরহাট): অবশেষে সাবরেজিষ্ট্রার ও দলিল লেখক সমিতির নেতাদের মধ্যে সমঝোতা বৈঠকের পর ১৬ দিনের মাথায় জমি ক্রয়-বিক্রয়ের দলিল লেখার কাজ শুরু করেছেন কালাইয়ের দলিল লেখকরা। ফলে দূর্ভোগ থেকে পরিত্রান পেলেন এলাকার জনসাধারণ। গত ১৫ দিন ধরে সাব-রেজিষ্ট্রারের সাথে দলিল লেখক সমিতির নেতারা দফায় দফায় বৈঠক করে রোববার রাত পর্যন্ত তাদের সৃষ্টিকৃত সংকট সমাধানে আসতে না পারলেও গতকাল সোমবার সকালে পুনরায় সমঝোতা বৈঠকে বসে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বেলা সাড়ে ১১টা থেকে দলিল লেখার কাজ শুরু করেছেন দলিল লেখকরা।
দলিল লেখক সমিতির সভাপতি সুজাউল ইসলাম বলেন, জনসাধারণের সার্থে সকল দ্বন্দ্ব ভূলে গিয়ে উদ্ভূত সংকট নিরসন করে আমরা অদ্য থেকে কলম বিরতি কর্মসূচী স্থগিত করে পুনরায় দলিল লেখার কাজ শুরু করেছি।
কালাইয়ের সাব-রেজিষ্ট্রার নিলুফার ইয়াসমিন বলেন, বৈঠকের পর বেলা সাড়ে ১১টা থেকে দলিল লেখকরা তাদের কর্মসূচী স্থগিত করেছে এবং দলিল লেখার কাজ শুরু করেছে। দলিল লেখার কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন।