জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত জাসদ ছাত্রলীগের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের ছাত্র শামসুল আলম আবির ও সাধারণ সম্পাদক হিসেবে কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন কানন।
বুধবার জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সহ-সভাপতি ৫জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১জন, সহ-সম্পাদক ৩জন ও ১জন সাংগঠনিক সম্পাদক সহ ২৩সদস্য বিশিষ্ট এ কমিটিকে ২বছরের জন্য অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তীতে জাসদ ছাত্রলীগের সভাপতি মুহা.শামছুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী সাজু বলেন, এ কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে বিষেশ ভূমিকা পালন করবে।