স্টাফ রিপোর্টার : চলতি বছর আয়কর মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এনবিআর এগারশ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আদায় হয়েছে প্রায় সোয়া এগারশ কোটি টাকা।
সপ্তাহব্যাপী মেলায় করদাতারা মোট ১ হাজার ১১৭ কোটি ৪০ লক্ষ ২৩ হাজার ৪৩৯ টাকা আয়কর জমা দিয়েছেন।
এদিকে রবিবার রাজধানীর অফিসার্স ক্লাবে মেলার সমাপনী দিনেও করদাতাদের ব্যাপক উপস্থিতি ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এবারের মেলায় দেশব্যাপী ৫ লাখ ১০ হাজার ১৪৫ জন করদাতাকে সেবা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । গত বছরের মেলায় ৮৩১ কোটি টাকা আদায় হয়েছিল এবং সেবা প্রদান করা হয়েছিল ৩ লাখ ৪৬ হাজার ৮৬৮ জন করদাতাকে।
এ বছর আয়কর রিটার্ন জমা পড়েছে ১ লাখ ৩২ হাজার ১৭টি। নতুন নিবন্ধন (ই-টিআইএন রেজিস্ট্রেশন) নিয়েছেন ১২ হাজার ৩৩৭ জন করদাতা ও পুন:নিবন্ধিত (ই-টিআইএন রি-রেজিস্ট্রেশন) হয়েছেন ৭৪ হাজার ৩৫৬ জন করদাতা।
এদিকে, মেলার শেষ দিন সারাদেশে ১ লাখ ৭৮৭ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন নিবন্ধন নিয়েছেন (ই-টিআইএন রেজিস্ট্রেশন) ২ হাজার ২৫৬ জন করদাতা ও পুন: নিবন্ধিত (ই-টিআইএন রি-রেজিস্ট্রেশন) হয়েছেন ১৬ হাজার ১৮০ জন করদাতা।
উল্লেখ্য, ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ স্লোগানে ১৫ সেপ্টেম্বর দেশব্যাপী পালন করা হয় জাতীয় আয়কর দিবস। এরপর ১৬ সেপ্টেম্বর সোমবার অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর মেলা -২০১৩ এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবারই প্রথম সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমের আয়করদাতাদের সেবা প্রদান করে।
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. বশির উদ্দিন আহমেদের সভাপতিত্বে রবিবার মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, মো. তাজুল ইসলাম এমপি, এম এ মান্নান এমপি, গোলাম দস্তগীর গাজী এমপি, বেগম ফরিদা রহমান এমপি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।