স্টাফ রিপোর্টার : সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার দেহে ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস সচিব জানান, ২৫ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গল-ব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।সফল অস্ত্রোপ্রচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থল (place of residence ) এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ন সুস্থ আছেন।
চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত শনিবার নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।