মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : আমাদেরকে থানা পুলিশ দেখিয়ে লাভ নেই। থানা পুলিশ কিভাবে ম্যানেজ করতে হয় তা আমাদের জানা আছে। যতই গ্রেফতার করুক না কেন, কোন লাভ নেই। আমরা আমাদের ক্ষমতা দেখালে কেউই রেহাই পাবে না। জেলে নিলে কিভাবে বের হতে হয়, সব রাস্তাঘাট আমাদের জানা আছে। কথাগুলো নয়নপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী রানা ইসলামের বড় ভাই রাজু ইসলামের। গত ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার এলাকায় বিভিন্ন মানুষের সামনে সে উপরোক্ত দোম্ভক্তি প্রকাশ করে। শহরের নয়নপুরে রাজুর ছোট ভাই রানা কর্তৃক সংবাদ কর্মী সোহেল পারভেজের ছোট ভাই মিরাজকে কুপিয়ে আহত করার ঘটনায় সন্ত্রাসী রানা ইসলাম গ্রেফতারের পর ক্ষুব্ধ রাজু উপরোক্ত কথাগুলো বলে বেড়ায়।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর উত্তর নয়নপুর এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার পথে সংবাদ কর্মী সোহেল পারভেজের ছোট ভাই মোঃ মিরাজ (১৭) কে কুপিয়ে রক্তাক্ত করে ওই এলাকার আবুল কাশেমের পুত্র চিহ্নিত সন্ত্রাসী মোঃ রানা ইসলামসহ তার সহযোগীরা। এ সময় সন্ত্রাসীরা মিরাজের পেটে চাকু ঢুকিয়ে দেয়। সন্ত্রাসীদের উপুর্যুপরী কোপে মিরাজ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মিরাজের বড় ভাই সোহেল পারভেজ থানায় অভিযোগ করলে পুলিশ রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। কিন্তু রানার ভাই ও মাসহ তাদের সহযোগীরা এখনও এলাকায় ত্রাস সৃষ্টিসহ ভয়-ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন বলে মিরাজের পারিবারিক সুত্র জানিয়েছে। মিরাজের স্বজনেরা এ ব্যাপারে রানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
Tagged with: সন্ত্রাসী ভাইকে গ্রেফতারের পর আরেক ভাইয়ের দোম্ভক্তি!