বি এইচ টিটু, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পবণ সরকারের পূত্র অনিক সরকার (১৭) হত্যা মামলার আসামী রাকিব বেপারী (১৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গতকাল রবিবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছেন সদরপুর থানা পুলিশ। জানাগেছে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শহিদ বেপারীর পূত্র রাকিব (১৫) গত বৃহষ্পতিবার সন্ধায় সদরপুর থেকে দুই বন্ধু বাড়ি যাওয়ার পথে মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের একটি বাগানের মধ্যে নিয়ে কিটনাশক মিশ্রিত সেভেন আপ খাওয়ালে ঘটনাস্থলেই অনিক সরকারের মৃত্যূ হয়। এ ব্যপারে মৃত অনিক সরকারের মা আরতি রানী সরকার গতকাল শনিবার বাদী হয়ে রাকিব বেপারীর বিরুদ্ধে ৩০২/২০১ পেনালকোর্ট ধারা মতে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এব্যপারে সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান ঘটনার তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।