Home | ফটো সংবাদ | সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে ওঠার নেপথ্যে বাবার অবদানই বেশি:ইমরান

সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে ওঠার নেপথ্যে বাবার অবদানই বেশি:ইমরান

বিনোদন ডেস্ক :  সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে ওঠার নেপথ্যে বাবা মোজাম্মেল হকের অবদানই সবচেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সদ্য প্রয়াত বাবার স্মৃতিচারণ করতে গিয়ে এমনটাই জানান গায়ক। কবরবাসী বাবার জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে দুপুর ১টার দিকে মারা যান ইমরানের বাবা মোজাম্মেল হক। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি অনেকদিন ধরে হূদরোগে ভুগছিলেন। গতকাল দুপুরে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে মনোয়ারা হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে মোজাম্মেল হক স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে গ্রামের বাড়ি শরীয়তপুরে তার দাফন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘ক্যাপ্টেন খান’ এবং ‘মনে রেখো’ ছবি দুটি সেন্সর বোর্ডে

বিনোদন ডেস্ক : আসছে কোরবানীর ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলার সবচেয়ে বড় ...

সকাল আটটায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত

স্টাফ রির্পোটার : আগামী ২২ আগস্ট বুধবার সকাল আটটায় জাতীয় ঈদগাহে ঈদুল ...