বিনোদন ডেস্ক : একান্ত গোপনে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীন। গত ২১ এপ্রিল তারা এক ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে বিয়ে করেন। কিন্তু বিষয়টি জানাজানি হয় গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে। তবে বিয়ের সত্যতা স্বীকার করেন কনা।
তিনি বলেন, ‘একেবারে ঘরোয়া পরিবেশে পারিবারিক সদস্যদের নিয়ে বিয়ের কাজটি সেরেছি। ইচ্ছা আছে পরে বিবাহোত্তর সংবর্ধনার সময় বড় আয়োজনে অনুষ্ঠান করব।’
দীর্ঘ সাত বছর গহীনের সঙ্গে প্রেম করেন কনা। সর্বশেষ দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের কাজটি সেরেছেন। বিয়ের খবর খুব একটা প্রচার হোক তা দুই পরিবারের কেউই চাননি। এজন্য বিয়ের বিষয়টি এতদিন জানাননি বলেও দাবি এই শিল্পীর।