টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর উপজেলার গালস্ স্কুল রোড এলাকায় এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবু।উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শত্তকত সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংক টাঙ্গাইল শাখার ম্যানেজার আরিফুর রহমান, সখীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও এজেন্ট ব্যাংকিং উপজেলার শাখা ব্যবস্থাপক রেনুবর রহমান, এজেন্ট ব্যাংকিং এর স্বত্তাধিকারী আব্দুল লতিফ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান। পরে ফিতা কেটে এজেন্ট ব্যাকিং এর উদ্বোধন করা হয়। এসময় উপজেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।