সামছুল আলম লিটন, বগুড়া অফিস : বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও বিএফইউজে নির্বাচন ২০১৩ এর বুলবুল-জলিল পরিষদের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, সংবাদপত্র বন্ধ করার পক্ষে আমি নই। আমার দেশ পত্রিকার সম্পাদক অপরাধ করলে তার শাস্তি হোক কিন্তু আমার দশ বন্ধ করে সাংবাদিকদের বেকার করা পেশাদার সাংবাদিক হিসেবে আমি ভাবতে পারি না। ঢাকার সাংবাদিক সাগর-রুনি, বগুড়ার দীপ্কংরসহ সারাদেশের নিহত সাংবাদিকদের হত্যার বিচার না হওয়ায় আমরা অত্যন্ত ব্যথিত। এসব হত্যার বিচারের দাবিতে বিএফইউজের আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত আছে। তিনি আরো বলেন, পেশাদার সাংবাদিকদের শত সমস্যা সমাধান করতে পারবো। আমরা নির্বাচিত হলে সাংবাদিকদের পেশাগত উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তা করবো । তিনি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আগাম বিএফইউজের নির্বাচনে বুলবুল-জলিল পরিষদের পক্ষে ভোট চাইতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন, বুলবুল-জলিল পরিষদের মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, স্থানীয় প্রবীন সাংবাদিক যাহেদুর রহমান যাদু, সমুদ্র হক, প্রদীপ ভট্টাচার্য শংকর, মাহমুদুল আলম নয়ন, কমলেশ মোহন্ত সানু, সামছুল আলম লিটন,মোহান আখন্দ, ঠান্ডা আজাদ,নাছিমা সুলতানা ছটু, জিএম রউফ প্রমুখ। সভা পরিচালনা করেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান। এতে স্থানীয় সাংবাদিকরা কিছুটা ক্ষোভে সুরেই বলেছেন, নির্বাচিত হলেও কোন নেতাই মফস্বল সাংবাদিকদের কোন খোঁজ রাখে না।