ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ধর্ম যার যার রাষ্ট্র সবার হিন্দু, মুসলিম বৌদ্ব, খ্রীষ্টান, এক জাতি এক প্রান এই শোগানকে সামনে রেখে বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্ঠান ঐক্য পরিষদও পুজা উদযাপন পরিষদের আয়োজনে ও জেলা যুবলীগনেতা শেখ ইদ্রীস আলীর উদ্যেগে রবিবার বিকালে শহরের সাধনার মোড়ে একটি বিশাল  প্রতিবাদ সভা ও মানববন্দনের আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বাবু শিব প্রসাদ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ব খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক  বাবু অবনীস চক্রবর্তী সোনা, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন এলাকা থেকে ব্যানার সহকারে শতশত লোক দলমত নির্বিশেষে এসে জরোহয়। এসময় মানববন্ধন সাধনার মোড় থেকে রের রোড ও শালতলার মোড় পর্যন্ত ব্যানার নিয়ে রাস্তার দু-পাশে দাড়িয়ে বিকাল তিনটা থেকে ৬টা পর্যন্তএ কর্মসুচী পালন করে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...