Home | খেলাধূলা | শয়নকক্ষে ছোট কাপড় পড়ে নাচের ভিডিও পোস্ট করার পর আটক ইরানী তরুণী

শয়নকক্ষে ছোট কাপড় পড়ে নাচের ভিডিও পোস্ট করার পর আটক ইরানী তরুণী

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ছোট কাপড় পড়ে নাচের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইরানী তরুণী মায়েদা হোজাবরি। শয়নকক্ষে করা ওই নাচের ভিডিও পোস্ট করার পর তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

এরপরই এর পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা চলছে। ওই তরুণীর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজনকে। এছাড়া হোজাবরির ছয় লাখ ফলোয়ারের ইনস্টাগ্রাম আইডিও বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির রিপোর্টের পর আইডি বন্ধ করে দিয়েছে ইনস্টাগ্রাম।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, ছবি অস্পষ্ট করে দেয়া এক তরুণী কান্নাভেজা কণ্ঠে বলছেন, এটা মনোযোগ আকর্ষণের জন্য পোস্ট করিনি। আমার কিছু ফলোয়ার রয়েছে। তাদের জন্য দিয়েছি। অন্যদের একই কাজে উৎসাহিত করার ইচ্ছা আমার নেই।

তিনি বলেন, আমি কোনো দলের সঙ্গে কাজ করি না। কোনো প্রশিক্ষণও গ্রহণ করিনি। কিন্তু আমি নিয়মিত জিম করি।

এছাড়া ছোট পোশাক পরে কোমর বের করে এমন ভিডিও করে অনলাইনে পোস্ট করার পর তিনি তার নিজের নৈতিক স্খলনের কথা স্বীকার করেছেন।

তাকে আটকে পর তার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার অ্যাকাউন্ট স্থগিত করে দেয়ার পরেও সবার কাছে সেই ভিডিও পৌঁছে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নির্বাচন করতে পদত্যাগ করতে হবে না:হেলালুদ্দীন আহমদ

স্টাফ রির্পোটার : উপজেলা পরিষদ নির্বাচনে পদে থেকেই উপজেলা চেয়ারম্যান ও ভাইস ...

সংরক্ষিত নারী আসনের মনোনয়নে এবার রাজনীতিতে অবদানকেই বেশি প্রাধান্য আওয়ামী লীগের

স্টাফ রির্পোটার : সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এবার রাজনীতিতে অবদানকেই ...