স্টাফ রিপোর্টার : শ্রীলংকার আধা-স্বায়ত্বশাসিত উত্তরাঞ্চলের প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয় পেয়েছে দেশটির প্রধান তামিল দল।
শ্রীলংকায় দীর্ঘ দিন ধরে চলা তামিল বিদ্রোহ দমনের পর শনিবার প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্রীলংকার এই অঞ্চলটি তামিলদের কেন্দ্রভূমি হিসেবে পরিচিত।
মোট ৩৮ আসনের মধ্যে তামিল ন্যাশনাল এ্যালায়েন্স (টিএনএ) পায় ৩০ আসন। আর প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকসের দল পায় সাত আসন।
অপরদিকে শ্রীলংকা মুসলিম কংগ্রেস এক আসনে জয় পায়।
নির্বাচনে জয়ের পর শ্রীলংকার এই আধা-স্বায়ত্বশাসিত প্রদেশে সরকার গঠন করবে টিএনএ।
সূত্র : বিবিসি অনলাইন