জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিপরে দা’র কোপে খুন হয়েছেন ভূনবীবাজারের এক বেকারি ব্যবসায়ী। তিনি ভূনবীর ইউনিয়নের হাওই গ্রামের দরবেশ মিয়ার ছেলে মফিজ মিয়া (২৬)। প্রতিবেশিরা জানান, টাকা দেনা-পাওনা নিয়ে একই গ্রামের রফিক মিয়ার ছেলে আরজু মিয়া রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। সূত্র জানায়, আসামী আরজুর বোন আঙ্গুরা বেগম প্রেমিকের সাথে বাড়ি থেকে পালিয়ে যাবার ঘটনায় নিহত শাহেদের সংশ্লিষ্টতা ছিল এই সন্দেহে খুনের এই ঘটনা ঘটে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুলাহ জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।