জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র শ্রীমঙ্গল ইউনিটের উদ্যোগে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে গণিত উৎসব অনুষ্ঠিত হয়।
৩টি গ্র“পে অনুষ্ঠিত গণিত উৎসবে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০০ ছাত্রছাত্রী অংশ নেয়। এর মধ্যে ১ম গ্র“পে ৩য়-৫ম শ্রেণীতে ৬০০ জন, ৬ষ্ঠ-৮ম শ্রেণীতে ৪৫০ জন এবং ৯ম-১০ম শ্রেণীতে ৩৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন গণিত উৎসবের উদ্বোধন করেন। এ সময় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, গণিত উৎসব কমিটির আহ্বায়ক অনুজ কান্তি দাশ, হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর অশোক বিশ্বাস ও এরিয়া কো-অর্ডিনেটর আখতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।