ফুয়াদ মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরের বিশিষ্ট সমাজ সেবক, ষ্ট্যাম্প ভেন্ডার, সাবেক ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আলাউদ্দিন ইন্তেকাল করেছেন। ১৮ সেপ্টেম্বর বুধবার ঢাকা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ২ কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধারা।