মেঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের আব্দুল হামিদের ছেলে জহির উদ্দিন (২৮) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে মনিরুল হাসান (২৫)। ১৭ সেপ্টেম্বর বোরবার রাতে র্যাব-১ এর সদস্যরা শ্রীপুর পৌর এলাকার বৈরাগীচালা গ্রাম থেকে ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইলসহ তাদের গ্রেফতার কর হয়। গ্রেফতারকৃতদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-১ কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মহিউল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীচালা গ্রামে জহিরের বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৪’শ ৮৮পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ২৩ হাজার ৫’শ ২৭টাকা ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
