মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবৈধ অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রঙ্গিলা বাজার এলাকার একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক কিশোরগঞ্জ হোসেনপুর মদখলা এলাকার আবুল কালামের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে স্থানীয় লতিফের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয়রা জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে রঙ্গিলা বাজার এলাকায় অবস্থিত ফারুকের অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে রবিবার বিকেলে আশিককে জোরপূর্বক কাজ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় আশিকের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।