ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | শ্রীপুরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার

শ্রীপুরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার

মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শ্যামলী পরিবহনের একটি দাঁড়ানো বাস থেকে হেলপারের থেতলানো লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। ৯ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া নতুন বাজার এলাকা থেকে দাঁড়িয়ে থাকা যাত্রীশূন্য বাস থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হেলপার সাখাওয়াত হোসেন (৩৫) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার খন্দকপাড়া গ্রামের নূরুন্নবী আকন্দের পুত্র। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়রা মহাসড়কের গড়গরিয়া নতুন বাজার সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের যাত্রীশূন্য বাস নং ঢাকা মেট্রো ব-১১-৫৭৭২ এর দরজার ভিতরে ওই ব্যক্তির থেতলানো লাশ দেখেতে পায়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করে বাসটি আটক করা হয়েছে। তিনি আরও জানান, ময়মনসিংহ গামী যাত্রী শূন্য ওই বাসটি রাতে কোথাও র্দূঘটনা ঘটিয়ে লাশসহ বাসটি ফেলে চালক পালিয়ে গেছে। নিহতের মৃতদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে কুলিয়াটি খাল ভূমিদস্যুদের দখলে

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)  : নেত্রকোণার মদনে কুলিয়াটি গ্রামের ভিতর দিয়ে বয়ে ...

নেত্রকোণার মদনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার উদাসীনতায় ব্যাহত হচ্ছে স্বাস্থ সেবা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোনা) ঃ নেত্রকোণার মদন উপজেলার মাঘান ইউনিয়নে পরিবার পরিকল্পনা ...