ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | শ্রীপুরে প্রকৌশলীর বাড়িতে দুঃসাহসিক চুরি

শ্রীপুরে প্রকৌশলীর বাড়িতে দুঃসাহসিক চুরি

মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার আদর্শ কারিগরি স্কুল এন্ড কলেজের চীফ ইন্সষ্ট্রাক্টর ইঞ্জিনিয়ার রোকনুজ্জামানের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। রোকনুজ্জামান মাওনা বিল্ডিং কনসালন্টেট এর পরিচালক।

প্রকৌশলী রোকনুজ্জামান জানান, গভীর রাতে বাড়ির গেইট টপকিয়ে বারান্দার গ্রীল কেটে কৌশলে ঘরের দুটি দরজার হেজবল খুলে দুটি ঘরে চোরেরা প্রবেশ করে। পরে ওয়্যারড্রপের তালা ভেংগে তার স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোনের মোট ১১ ভরি স্বর্ণের অলংকার এবং পাশে তার মায়ের ঘরে প্রবেশ করে আলমারী ভেংগে নগদ পঞ্চাশ হাজার টাকা ও বারান্দায় থাকা কালো রংয়ের টিভিএস১০০ মোটর সাইকেল যার রেজিঃ নং ঢাকা মেট্রো-হ-২৮-৮৯০১ চুরি করে নিয়ে যায়।

ভাইয়ের বাড়িতে বেড়াতে আসা আসমা আক্তার জানান, তার স্বামী গোয়েন্দা বিভাগে এস.আই হিসেবে ঢাকায় কর্মরত থাকায় বাড়িতে একা থাকেন বিধায় ভাইয়ের বাড়িতে গহনা রাখেন। যা চোরেরা নিয়ে গেছে, তার আর কোন গহনা থাকলনা।

অপর আরেক ভাই সেনা সদস্য আব্দুস সাত্তার জানান, তিনি সাভার ক্যান্টম্যান্টে স্ত্রী নিয়ে কোয়ার্টারে থাকেন তার স্ত্রীর গহনাও বাড়িতে থাকে। দেশের নিরাপত্তায় নিজেকে নিয়োজিত রাখলেও নিজের বাড়ির লোকেরা নিরাপত্তা দিতে পারেননি তিনি।

প্রকৌশলী রোকনুজ্জামান এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। শ্রীপুর থানার উপপরিদর্শক মো.হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...