ফুয়াদ মন্ডল গাজীপুর প্রতিনিধি: শ্রীপুর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লিখক মো: শাজাহান মন্ডল জাল দলিল করার অপরাধে শ্রীঘরে আটক রয়েছে। গত ৩০ নভেম্বর ২০১২ সনে দলিল লিখক, শ্রীপুর মোক্তার সমিতির সাধারণ সম্পাদক, আ’লীগ নেতা ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাজাহান মন্ডলের বিরুদ্ধে শ্রীপুর থানায় জমির দলিল জাল করার অপরাধে একটি মামলা হয়। মামলা নং- ৪৯। গত ১৫ সেপ্টেম্বর গাজীপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলার আসামী শাজাহান মন্ডল জামিন নিতে বিজ্ঞ আদালতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছানোয়ার হোসেন গাজীপুর আদালতে দলিল লিখক শাজাহান মন্ডল সহ মামলায় বর্নিত আসামীদের নামে চার্জশীট দাখিল করেন।
মামলা সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সলিমনগর এলাকার মৃত খন্দকার মজিদের পুত্র খন্দকার মজিবুর রহমান বাদী হয়ে ভূয়া জমির দাতা ও শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের মৃত আছর আলী মন্ডলের পুত্র শ্রীপুর এস.আর অফিসের দলিল লিখক শাজাহন মন্ডল (সনদ নং- ৩৩৭) পরস্পর যোগসাজস করে জমির ভূয়া জাল আম-মোক্তার নামা দলিল নং- ১৩৯৮৫ রেজিষ্ট্রি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, জমির দলিলটি জাল ও ভূয়া বলে প্রমানিত হওয়ায় মামলার চার্জশীট দেয়া হয়েছে। মামলার অপর চার্জশীটভুক্ত আসামীরা হলো- শ্রীপুর পৌর এলাকার শিরিশগুড়ি গ্রামের হামিদ সরকারের পুত্র রুস্তম আলী, রুস্তম আলীর পুত্র রুবেল সরকার, বেলতলী গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র মো: নাজমুল, ভাংনাহাটি গ্রামের আ: বাতেনের পুত্র নুরুল আমিন, মৃত ইব্রাহিম মুন্সির পুত্র আছমত আলী। ভাংনাহাটি গ্রামের শিক, সুধী সমাজ জানান, কাউন্সিলর প্রার্থী এই রকম ঘটনা ঘটাবে বলে আমাদের জানা ছিল না।