ফুয়াদ মন্ডল, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার গৃহবধু আরিফা আক্তার (২০) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১ বছর পুর্বে নিহত আরিফা আক্তারের পৌরসভাধীন বেতজুড়ি গ্রামে শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানার নিকট বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে আরিফা আক্তার তার শ্বশুর বাড়ীর ঘরের ধর্নার সাথে গলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।