মোঃ ফুয়াদ মন্ডল, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: শ্রীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের নাম হঠাৎ করেই স্থানীয় এমপি’র নামে নামকরনের প্রতিবাদে পুর্ব ঘোষিত পৌর মুক্ত মঞ্চের প্রতিবাদ সভা সরকার দলের হস্তেেপ পন্ড হয়েছে। প্রতিবাদ সভার আহ্বায়ককে শ্রীপুর থানায় ২৪ ঘন্টা আটকের পর মুক্তি দিয়েছে শ্রীপুর থানার ওসি।
জানা গেছে, স্থানীয় এমপি আলহাজ্ব এডভোকেট মো: রহমত আলী এমপি’র নামে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের নাম পরিবর্তন করার প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর শনিবার নাম সংরন নির্দলীয় কমিটির প্রতিবাদ সভার দিন ধার্য্য ছিল। সভার আগের দিন হঠাৎ করে প্রতিবাদ সভাস্থলে উপজেলা ছাত্রলীগ একই স্থানে ছাত্র সমাবেশ করার জন্য মাইকে ঘোষনা দেয়। ঐ রাতেই শ্রীপুর থানা পুলিশ কলেজের নাম সংরন নির্দলীয় কমিটির আহ্বায়ক জহিরুল হক মন্ডল (বাচ্চু) কে শ্রীপুর সদর বাসভবন থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ২৪ ঘন্টা থানায় আটক রেখে প্রতিবাদ সভা না করার শর্তে থানা থেকে ছেড়ে দেন বলে জানা গেছে।
এছাড়া প্রতিবাদ সভাকে কেন্দ্র করে লিফলেটে উল্লেখিত রাজনৈতিক, সামাজিক ও গন্যমান্য ব্যক্তিদের বাড়ীতে বাড়ীতে একাধিকবার পুলিশ হানা দেয়। সভাস্থল ঘিরে ও তার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদ জানান, শ্রীপুর বাসীর কষ্টে অর্জিত শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ কোন ব্যক্তির নামে দিলে শ্রীপুরবাসী মেনে নিতে পারে না। এমপি’র ব্যক্তিগত লোকজন দিয়ে কলেজের নাম পরিবর্তন করলেও জনরুশের কারনে ধরে রাখতে পারবেনা।
আহ্বায়ক জহিরুল হক মন্ডল বাচ্চু জানান, অন্যায়ের বিরুদ্ধে শ্রীপুরবাসী রুখে দাড়াবে এবং সকলের সম্মতিক্রমে শ্রীপুরের ঐতিহ্য শ্রীপুর কলেজের নাম সংরনের জন্য দাবী আদায়ের ল্েয আমাদের কার্যক্রম চলবে।