ফুয়াদ মন্ডল, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : এক নিরীহ কৃষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া যায়। জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের আব্দুল শহিদের মেয়ে জামিনা খাতুনের বিরুদ্ধে তার ৭মস্বামী কৃষক কাজল মিয়াকে বিয়ের ফাদে ফেলে অর্থ আদায়ের অভিযোগ করে সাংবাদিকদের কাছে হয়রানির অভিযোগ করেন। জামিনা খাতুন তার রুপের মহো জাশে আকৃষ্ট করে ৭ জনকে বিয়ে করে এবং টাকার বিনিময়ে বিবাহ বিচ্ছেদ করে। সর্বশেষ স্বামী একই এলাকার কাজল কে ফাঁদে ফেলে জোরপুর্বক ঘরের ভিতর আটক করে বিয়ে করে। কিছুদিন ঘর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ করার জন্য কাজলকে গ্রাম্য লোকদেরকে নিয়ে চাপ প্রয়োগ করে আপোষ মিমাংসা করার জন্য ৪০ হাজার টাকার বিনিময়ে আপোষ করে। আরো টাকা আদায়ের জন্য গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করে। ঐ মামলায় একই এলাকার আব্দুল ছালাম নিরীহ একজন লোকের বিরুদ্ধে মামলা দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।