মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ১’শ ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ০৯ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে উপজেলা মুলাইদ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মুলাইদ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এরশাদুল হক (২২), আ: জলিল মিয়ার ছেলে ফয়সাল আহম্মেদ (২০) ও গোদারচালা গ্রামের করিমের ছেলে দেলোয়ার হোসেন (২২)। পুলিশ জানায়, ইয়াবার বড় চালানের গোপন সংবাদের ভিত্তিতে তেলিহাটি মুলাইদ এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তিন জনকে আটক করা হয়। শ্রীপুর থানার এএসআই রেজানুর ইসলাম জানান, আটক যুবকদের দেহ তল্লাশি করে ১’শ ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।
