Home | বিবিধ | শোক সংবাদ

শোক সংবাদ

শাওন সোলায়মানঃ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনের পিতা জালালউদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহে…. রাজেউন)। বাধ্যকজনিত কারণে দীর্ঘ রোগভোগের পর গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম জালালউদ্দিন মোল্লা সমিতির অপর  সিনিয়র সদস্য মোস্তফা কামালের শশুর। মরহুমের মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসান উল¬াহ খান রানা, সাধারণ সম্পাদক সনৎ বাবলাসহ সমিতির সকল সদস্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা দুপুর আড়াইটায় ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় নেয়া হয়েছে। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

সুমন কর্মকার, বাগেরহাট… সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় জুবাইদা খাতুন ...

ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২২

সুমন কর্মকার, ফকিরহাট… বাগেরহাটের ফকিরহাটের সড়ক দুর্ঘটনায় পরিবহন চালক রইচ মোল্লা (৩৬) ...