স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৩৩ রানে হেরে যায় টাইগাররা। তবে, প্রথম টেস্টে বাজেভাবে হারলেও সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা।
টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘নিউজিল্যান্ডে সাকিব ডাবল সেঞ্চুরি করেছিল। মুশফিক ১৫০ প্লাস রান করেছিল। এসব পারফরম্যান্সই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে যে আমরা যেকোনও কন্ডিশনে ভালো করতে পারি। আমাদের সামর্থ্য আছে। আমরা আত্মবিশ্বাসী যে পরবর্তী ম্যাচে আমরা তা কাজে লাগাতে পারব’।
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। টিম মিটিংয়ে লম্বা সময় ধরে আলোচনা হয়েছে। আমরা কোথায় কোন ধরনের ভুল করেছি তা নিয়ে কথা হয়েছে। ভুল থেকে আমরা শিক্ষা নিব। আমরা ব্যাটিং নিয়ে হতাশ। কারণ আমরা আমাদের সামর্থ্যের উপর সঠিক বিচার করতে পারিনি। আমরা অনেক ছোটোখাটো ভুল করেছি। আশা করি আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারব এবং পরবর্তী ম্যাচে ভালো খেলতে পারব’।
আগামী ৬ অক্টোবর ব্লোয়েমফন্টেইনে শুরু হবে সিরিজের পরবর্তী টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।