জাহিদুল হক মনির,শেরপুর প্রতিনিধি|| শেরপুরের ঝিনাইগাতীতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীসহ সরকারি বাহিনীর হামলা, নির্যাতন ও গণহত্যা বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর বাজারে স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উপজেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ, প্রচার সম্পাদক মো. মুখলেছুর রহমান লালচাঁন, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম মান্নান, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. আনিস প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ কামনা ও অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান।