জস্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ,যশোর থেকেঃ-
জাতীয় শোক ২০২১ উপলক্ষে শেখ ফজলুল হক মণি – আরজু মণি অক্সিজেন ব্যাংক, যশোর বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে শহরের গরীব শাহ সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সংগঠন এর অস্হায়ী কার্য্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
আলোচনা সভায় ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো কয়েকজন হত্যাকারী বিদেশে পালিয়ে আছে। তাদেরকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।
দেবাশীষ রায় আরো বলেন, ১৫ই আগস্টের নৃশংস হত্যকাণ্ডের পেছনে ছিলো জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের চেহারা প্রজন্মের কাছে তুলে ধরতে তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। আরো বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, সাবেক ছাত্রনেতা নিয়াজ মাহমুদ শাহীন, আরাফাত রহমান বাসিত, তিব্বত, সঞ্জয় অধিকারী প্রমুখ।
আলোচনা সভা শেষে জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ ফজলুল হক মণি, আরজু মণি সহ ১৫ আগষ্টের কালরাত্রি নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দুস্থ অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কল্লোল বর্মন, সজীব শীল,সজল,পলক,গৌতম দত্ত,প্রাঙ্গণ সরকার সহ প্রমুখ।