মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর জেলা প্রতিনিধি : শুক্রবার ছুটির দিনেও হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও টানা হরতালের কারনে হিলি স্থল বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমানে পন্য না আসায় ও জমা কৃত মালামাল দেশের বিভিন্ন স্থানে পৌছানো সম্ভব হয়নি। তাই এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কারনে ব্যবসায়ীরা শুক্রবার খোলা রাখার সিদ্ধান্ত নেয়। হিলি শুল্ক ষ্টেশন কর্তৃপক্ষের নির্দেশেই শুক্রবার হিলি স্থল বন্দর চালু রয়েছে বলে জানিয়েছে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এম এম হায়দার।