Home | ফটো সংবাদ | শীর্ষ আবেদনময়ী নায়িকা ক্যাটরিনা!

শীর্ষ আবেদনময়ী নায়িকা ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : আবেদনময়ী নায়িকার তালিকায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে চলে এসেছেন ক্যাটরিনা কাইফ ৷প্রিয়াঙ্কা, সোনাক্ষী, দীপিকাদের পেছনে ফেলে ক্যাটরিনা তরুণ প্রজন্মের মধ্যে স্থান করে নিয়েছেন।

আন্তর্জাতিক স্তরে প্রথম সারি নায়িকাদের মধ্যে একটি সমীক্ষা চালায় একটি সংবাদপত্র। বিশ্বজুড়ে নায়িকাদের সৌন্দর্য, আবেদনের ওপর গুরুত্বারোপ করে চালানো সেই সমীক্ষার ফল চলে যায় ক্যাটরিনার ঘরে।

দেশীয় ও আন্তর্জাতিক স্তরে তরুণ প্রজন্মের প্রথম পছন্দ ক্যাটরিনা৷ তবে এমন সম্মান এই প্রথম যে ক্যাটরিনা পেলেন তা নয়, গত বছরও ক্যাটরিনা এশিয়ার সেরা ৫০ জন আবেদনময়ী নায়িকার তালিকায় শীর্ষস্হান অধিকার করেছিলেন৷

সেই সম্মানের পাশাপাশি তার মুকুটে যুক্ত হলো নতুন পালক৷
ক্যাটরিনার হাতে ছবি বলতে ‘ব্যাং ব্যাং’৷ হলিউড ছবি ‘নাইট অ্যান্ড ডে’-এর রিমেক ‘ব্যাং ব্যাং’৷ বিপরীতে নায়ক হৃতিক রোশন৷

হলিউড ছবি ‘নাইট অ্যান্ড ডে’-র মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন টম ত্রুজ, ক্যামেরন ডিয়াজ৷ ছবিটি মুক্তি পাচ্ছে  অক্টোবরেই। তার আগেই সেরা আবেদনময়ীর সম্মান পেলেন ক্যাটরিনা। এ খবরে সময়টা ভালো যাচ্ছে ক্যাটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রথমবার সুমাইয়া শিমুর বিপরীতে তৌসিফ

বিনোদন ডেস্ক :  অভিনেত্রী সুমাইয়া শিমু ও অভিনেতা তৌসিফ মাহবুব দুই প্রজন্মের ...

শেখ হাসিনার ভারত সফর : ‘ব্লু ইকোনমি’তে নজর নয়াদিল্লির

ইন্টারন্যাশনাল ডেস্ক :  বঙ্গোপসাগরে পারস্পরিক সহযোগিতা, ব্লু ইকোনমি (সমুদ্রনির্ভর অর্থনীতি) আহরণ ও ...