রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাটে তীব্র শীতের কারণে জন জীবনে চরম দূর্ভোগ নেমে এসেছে। সব চেয়ে অসুবিধায় পরেছে শিশু ও বৃদ্ধরা।
রাজারহাট আবহাওয়া অফিস সুত্রে জানা যায় রাজারহাট এর উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এক সপ্তাহ জুড়ে সর্ব নিম্ন তাপমাত্র ১০ ডিগ্রী সেলসিয়াসে থাকার পর রবিবার (৩১ জানুয়ারি) তা হঠাৎ করে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে আশায় চরম দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তারা। জন শুন্য হয়েছে রাস্তাঘাট। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে দোকান পাট।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভার প্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান রবিবার হঠাৎ করে সারা দেশের মধ্যে রাজারহাটে সর্ব নিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । যা এ মৌসুমের ও সর্ব নিম্ন তাপমাত্রা।