বিনোদন সংবাদদাতা : কিংবদন্তী অভিনেতা দীলিপ কুমারের অবস্থা এখন আগের চেয়ে ভালো। খুব শীঘ্রই ডাক্তার তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের ডাক্তার নিশ্চিত করেছে যে দীলিপ কুমারের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তাই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাকে রিলিজ দেয়া হবে।
গত ১৫ সেপ্টেম্বর সোমবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৯০ বছর বয়সী বলিউডের কিংবদন্তী অভিনেতা দীলিপ কুমারকে।