জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে পাগলা নদীর উমরপুর ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত খেলা গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কয়লার দিয়াড় চমৎকার বাজার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উমরপুর শ্যালক মাঝির দল চ্যাম্পিয়ন ও কয়লার দিয়াড় সবুর মাঝির দল রানার-আপ হয়। সন্ধ্যায় এ উপলক্ষে কয়লার দিয়াড় চমৎকার বাজারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জেম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগ নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ। নৌকা বাইচে আটটি দল অংশগ্রহণ করে।