ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | শায়েস্তাগঞ্জে গভীর রাতে আগুন: ক্ষতি ২০ লাখ

শায়েস্তাগঞ্জে গভীর রাতে আগুন: ক্ষতি ২০ লাখ

ফরহাদ চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি, ৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম গ্রামে সোমবার গভীর রাতে একটি স’মিল ও একটি সারের গুদামসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- রাত সাড়ে ১২টায় মহলুল সুনাম গ্রামের হাসপাতাল সড়ক এলাকার হাজী আব্দুস শহীদের মালিকানাধীন হাজী আব্দুল বারী স’মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা স’মিল সংলগ্ন একটি সারের গুদাম ও চেয়ারের পা মেরামতকারী ছোট একটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে স’মিল, গুদাম ও ছোট দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়। হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...